Sambad Samakal

Uttarkashi: উত্তরকাশী বিপর্যয়ে আটকে বাংলার ৩ শ্রমিক, নাম-ঠিকানা প্রকাশ করে কী দাবি শুভেন্দুর?

Nov 14, 2023 @ 11:05 am
Uttarkashi: উত্তরকাশী বিপর্যয়ে আটকে বাংলার ৩ শ্রমিক, নাম-ঠিকানা প্রকাশ করে কী দাবি শুভেন্দুর?

উত্তরকাশীতে যমুনোত্রী টানেল বিপর্যয়ে, গত সোমবার থেকে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। তাদের মধ্যে রয়েছেন বাংলার ৩ জন! সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শ্রমিকদের নাম-ঠিকানা প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আশ্বাস দিলেন, উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে আটকে থাকা শ্রমিকদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

বাংলার বিরোধী দলনেতার দেওয়া তথ্য অনুযায়ী, আটকে থাকা ৩ শ্রমিকের নাম, জয়দেব প্রামাণিক, মণির তালুকদার ও সৌভিক পাখিরা। এরমধ্যে জয়দেব হুগলি ও মণির কোচবিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সকালে পাওয়া খবর অনুযায়ী, টানালে আটকে থাকা সমস্ত শ্রমিকরাই সুস্থ রয়েছেন। যত দ্রুত সম্ভব তাঁদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

Related Articles