ভাইফোঁটা মানেই ‘দিদি’র বাড়িতে কালীঘাটে ভাইদের ভিড়! ‘দিদি’ মানে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই কারা ‘দিদি’র কাছে ফোঁটা পেলেন, সেই নিয়ে আগ্রহ থাকে জনমানসে।
বুধবার দেখা গেল, ‘দিদি’ মমতার কাছে ফোঁটা নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, জাভেদ খান, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, ডেরেক’ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
এদিন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও ‘দিদি’র বাড়িতে ঢুকতে দেখা যায়। জানা যাচ্ছে, তাঁকেও ফোঁটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।