Sambad Samakal

Virat Kohli: টেক্কা মাস্টার ব্লাস্টারকেও! বিশ্বকাপে নয়া কোন রেকর্ড কোহলির?

Nov 15, 2023 @ 6:18 pm
Virat Kohli: টেক্কা মাস্টার ব্লাস্টারকেও! বিশ্বকাপে নয়া কোন রেকর্ড কোহলির?

বিশ্বকাপের মঞ্চে টেক্কা মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারকেও! নয়া রেকর্ড গড়লেন কিং কোহলি। বিশ্বকাপে সর্বোচ্চ রান ও ওয়ানডে-তে সর্বোচ্চ শতরানের নিরিখে এখন গোটা বিশ্বে সেরা বিরাট কোহলি।

চলতি টুর্নামেন্টেই ইডেনে ৪৯ তম ওয়ানডে শতরান করে শচীনের শতরানের রেকর্ড স্পর্শ করেছিলেন কোহলি। আর বুধবার ভারতের হয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫০ তম শতরান পূর্ণ করলেন। ফলে স্বভাবতই উচ্ছ্বসিত কিং কোহলির ভক্তরা।

Related Articles