বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ধীরে ধীরে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড়ে! হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করবে বাংলায়। ‘মিধিলি’ নামের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে মলদ্বীপ।
হওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।