Sambad Samakal

Express Train: ফের এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড! আহত অন্তত ২০

Nov 16, 2023 @ 10:56 am
Express Train: ফের এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড! আহত অন্তত ২০

ফের এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড! জখম অন্তত ২০ জন যাত্রী। বড়সড় প্রশ্ন উঠে গেল রেলের যাত্রী সুরক্ষা নিয়ে! জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোরে ইটাওয়াতে দিল্লি-সহরসা বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসের একটি কামরায় আগুন ধরে যায়।

রেল সূত্রে খবর, প্যান্ট্রি কারের পাশে থাকা এস৬ কামরায় আচমকাই আগুন দেখতে পান যাত্রীরা। তড়িঘড়ি জরুরি ব্রেক কষে ট্রেন থামান চালক। জল ছিটিয়ে আগুন নেভান যাত্রী ও রেলের কর্মীরা। ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনার পরেই রেলে যাত্রী সুরক্ষা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।

Related Articles