Sambad Samakal

Jyotipriya: খারিজ হয়ে গেল হাসপাতালে যাওয়ার আর্জি! আরও কত দিনের জেল জ্যোতিপ্রিয়র?

Nov 16, 2023 @ 6:38 pm
Jyotipriya: খারিজ হয়ে গেল হাসপাতালে যাওয়ার আর্জি! আরও কত দিনের জেল জ্যোতিপ্রিয়র?

খারিজ হয়ে গেল হাসপাতালে যাওয়ার আর্জি! আপাতত থাকতে হবে জেলেই! বৃহস্পতিবার নতুন করে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয়কে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।

এদিন আদালতে জামিনের আবেদন না করলেও, শারীরিক অসুস্থতার কারণে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের আর্জি জানানো হয় মন্ত্রীর আইনজীবীর তরফে। বিচারক নির্দেশ দেন, প্রয়োজনে জেলের চিকিৎসকরাই মন্ত্রীর চিকিৎসা চালাবেন। এছাড়াও জেলে গিয়ে প্রয়োজনে ইডির তদন্তকারী আধিকারিকরা জ্যোতিপ্রিয়কে জেরা করতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন বিচারক।

Related Articles