Sambad Samakal

Jyotipriya: জেলেই অসুস্থ জ্যোতিপ্রিয়! কী রিপোর্ট প্রেসিডেন্সির চিকিৎসকের?

Nov 16, 2023 @ 12:24 pm
Jyotipriya: জেলেই অসুস্থ জ্যোতিপ্রিয়! কী রিপোর্ট প্রেসিডেন্সির চিকিৎসকের?

চার দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবারই আদালতে পেশ করার কথা ছিল রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। জানা যাচ্ছে, প্রেসিডেন্সি জেলেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাই সশরীরে এদিন আদালতে হাজিরা দিতে পারছেননা জ্যোতিপ্রিয়।

জেল সূত্রে খবর, এদিন সকাল থেকেই বাঁ হাত ও পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে বলে জেল কর্তৃপক্ষকে জানান জ্যোতিপ্রিয়। তড়িঘড়ি জেল চিকিৎসক এসে তাঁকে পরীক্ষা করে শারীরিকভাবে ‘আনফিট’ সার্টিফিকেট দেন।

ইতিমধ্যেই সেই রিপোর্ট পেশ করা হয়েছে আদালতে। মনে করা হচ্ছে ভার্চুয়ালি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কথা বলতে পারেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। এখন দেখার জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীর তরফে জামিনের আবেদন জানানো হয় কিনা।

Related Articles