বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েক ডিগ্রি চড়বে তাপমাত্রার পারদ। কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবহবিদদের মতে, বৃষ্টির পরেই ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যজুড়ে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।