Sambad Samakal

LPG Gas Price: দীপাবলির পরেই স্বস্তি! কতটা কমল রান্নার গ্যাসের দাম?

Nov 16, 2023 @ 7:12 pm
LPG Gas Price: দীপাবলির পরেই স্বস্তি! কতটা কমল রান্নার গ্যাসের দাম?

দীপাবলির পরেই সাময়িক স্বস্তি! বৃহস্পতিবার গোটা দেশেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কিছুটা কমাল পেট্রোলিয়াম সংস্থা। জানা যাচ্ছে, বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম ৫৭ টাকা ৫০ পয়সা করে কমল।

এরফলে কলকাতায় এই মুহূর্তে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হল ১ হাজার ৮৮৫ টাকা ৫০ পয়সা। প্রসঙ্গত, দীপাবলির দু’সপ্তাহ আগেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০১ টাকা করে বাড়িয়েছিল কেন্দ্র।

Related Articles