শুক্রবার সকাল থেকে মোটের ওপর নির্বিঘ্নেই ভোটগ্রহণ পর্ব চলছে মধ্যপ্রদেশ ও ছত্তিসগঢ়ে। এদিন এক দফাতেই মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০ আসন ও ছত্তিসগঢ়ের বাকি থাকা ৭০ আসনে ভোট হচ্ছে।
নির্বাচন উপলক্ষে ব্যাপক পরিমাণে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে দুই রাজ্যেই। বিশেষ করে ছত্তিসগঢ়ে মাও নাশকতার কথা রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তারআগে এই নির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট। এই মুহূর্তে মধ্যপ্রদেশের গদি ধরে রাখা বিরাট চ্যালেঞ্জ বিজেপির কাছে। অন্যদিকে, ছত্তিসগঢ়ে নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া কংগ্রেসও। এখন দেখার শেষপর্যন্ত আম জনতা কাদের ওপর আস্থা রাখেন।