মেট্রোরেলের কাজের জন্য ময়দানে গাছ কাটার বিষয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ জানিয়ে দিল, ময়দানে যথেচ্ছ গাছ কাটা যাবেনা। একান্ত প্রয়োজনে মেট্রোরেল কর্তৃপক্ষকে গাছ কাটতে হলে নিতে হবে বন দফতরের অনুমতি।
এদিন কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মেট্রোরেলের কাজ বন্ধ রাখার কোনও প্রয়োজন নেই। গাছ ও পরিবেশ বাঁচিয়েই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। এরসঙ্গেই চলতি মামলায় রাজ্য সরকার ও বন দফতরকে যুক্ত করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।