পুরীর আদলে পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই মন্দির উদ্বোধনের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী রথযাত্রার আগেই খুলে যাবে মন্দিরের দরজা। এপ্রিল মাসেই দিঘর নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন পূণ্যার্থীরা। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি।