বাংলার ওপর থেকে কেটে গিয়েছে দুর্যোগের মেঘ। আর তারপরেই নিম্নমুখী তাপমাত্রার পারদ! আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার সকাল থেকে মোটের ওপর পরিষ্কার থাকছে শহর কলকাতার আকাশ। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই এক ধাক্কায় কয়েক ডিগ্রি করে নেমে যাবে পারদ। বেলার দিকে রোদের তেজ কিছুটা বাড়লেও, গরমের অনুভূতি থাকবেনা বললেই চলে। বিকেলের পর থেকে হালকা শীতের আমেজ অনুভব করবে আম জনতা।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৮ শতাংশ।