Sambad Samakal

World Cup 2023: টসে হেরেও ব্যাটিং করবে ভারত! কী স্ট্র্যাটেজি রোহিত-কোহলিদের?

Nov 19, 2023 @ 1:49 pm
World Cup 2023: টসে হেরেও ব্যাটিং করবে ভারত! কী স্ট্র্যাটেজি রোহিত-কোহলিদের?

শুরু হয়ে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। জানা যাচ্ছে, টসে অস্ট্রেলিয়া জিতেও, প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রথমে ব্যাট করতে নামবে টিম ইন্ডিয়া।

ওয়াকিবহাল মহলের মতে, প্রথমে ব্যাট করতে নেমে অজিদের সামনে বড় রানের টার্গেট বেঁধে দেওয়াই এখন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। ফলে এই মুহূর্তে সব নজর রয়েছে কোহলও-বিরাটদের ওপরে। তবে পাল্টা যতটা সম্ভব কম রানে ভারতে বেঁধে রাখতে চাইবে অস্ট্রেলিয়া। যাতে পরে ব্যাট করতে নেমে রাম চেজ করতে সুবিধা হয়।

Related Articles