রবিবার দুপুরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ডুয়েলে নামছে ভারত-অস্ট্রেলিয়া। প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষের সামনে নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরি দু’দলের খেলোয়াড়রাই।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ঘরের মাঠে এদিন অ্যাডভান্টেজেই থাকবে টিম ইন্ডিয়া। একদিকে কোহলি, রোহিতের ব্যাটিং, অন্যদিকে, মহম্মদ শামির বিধ্বংসী বোলিং। সবমিলিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারগের বিপক্ষে নামার আগে যথেষ্ট চাপেই রয়েছে।অজিরা।
এবারের বিশ্বকাপে একটানা ১০টা ম্যাচ জিতে যথেষ্ট আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। তৃতীয় বারের জন্য বিশ্বসেরার শিরোপা কি উঠবে ভারতের মুকুটে? উত্তর জানতে অবশ্যই নজর রাখতে হবে এদিনের ম্যাচের দিকে।