Sambad Samakal

Uttarakhand: ১০ দিন পরে কেমন আছেন টানেলে আটক শ্রমিকরা? প্রকাশ্যে ভিডিও

Nov 21, 2023 @ 2:07 pm
Uttarakhand: ১০ দিন পরে কেমন আছেন টানেলে আটক শ্রমিকরা? প্রকাশ্যে ভিডিও

একটানা ১০ দিন ধরে উত্তরাখণ্ডের নির্মীয়মাণ টানেলে আটকে রয়েছেন বাংলার ২ জন সহ মোট ৪১ জন শ্রমিক। অবশেষে মঙ্গলবার ক্যামেরায় দেখা গেল টানেলে আটক শ্রমিকদের।

এদিন পাইপের মাধ্যমে এন্ডোস্কোপিক ক্যামেরা পাঠানো হয় টানালের ভেতরে। আর তাতেই দেখা যাচ্ছে, সুস্থ রয়েছেন শ্রমিকরা। অনেকেরই পরনে রয়েছে সুরক্ষা গিয়ার। হাত নেড়ে শ্রমিকরা যথাসম্ভব স্বাভাবিক থাকার ঈঙ্গিত দিয়েছেন। আটক শ্রমিকদের যত দ্রুত সম্ভব উদ্ধার করার আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

Related Articles