২০২৪ সালের আইপিএলের আগে সুখবর! কলকাতা নাইট রাইডার্সে ফিরতে চলেছেন প্রাক্তন অধিনায়ক ও জাতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখবর জানিয়েছেন তিনি।
জানা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের ‘মেন্টর’ হতে চলেছেন গৌতম গম্ভীর। এর ফলে দলের শক্তি আরও বাড়বে বলে আশা সমর্থকদের। প্রসঙ্গত, খেলোয়াড় হিসেবে গৌতম গম্ভীরের হাত ধরেই দু’বার আইপিএলের খেতাব জিতেছিল নাইটরা।