খাস কলকাতায় ফের জুনিয়র চিকিৎসকদের মারধর! মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এনআরএস মেডিক্যাল কলেজ চত্বরে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার কারণে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে এনআরএস মেডিক্যাল কলেজের ভেতরে নির্মীয়মাণ একটি ভবনের সামনে ঘোরাঘুরি করছিলেন কয়েক জন জুনিয়র চিকিৎসক। সেই সময়ে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কয়েক জন শ্রমিক, ওই চিকিৎসকদের মারধর করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বরে।