Sambad Samakal

Mamata: চারের ‘বদলায়’ জেলে যাবে আট! বিজেপিকে কী হুঁশিয়ারি মমতার?

Nov 23, 2023 @ 2:33 pm
Mamata: চারের ‘বদলায়’ জেলে যাবে আট! বিজেপিকে কী হুঁশিয়ারি মমতার?

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি বিজেপি নেতাদের জেলে ভরার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

এদিন তিনি বলেন, “পার্থ, মানিক, কেষ্ট, বালু সহ আমাদের অনেক নেতা-মন্ত্রীকে ওরা জেলে ভরেছে। আমি এবার থেকে ঠিক করেছি, ওরা আমাদের চার জনকে জেলে ভরলে, আমি ওদের আট জনকে ভরব! মনে রাখবেন, খুন, ডাকাতি, পুরনো মামলা অনেক আছে। পুলিশ নিরপেক্ষভাবে নিজেদের কাজ করবে।”

Related Articles