Sambad Samakal

JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ‘নিষিদ্ধ’ ৬ পড়ুয়ার! কেন ‘কড়া’ সিদ্ধান্ত কার্যনির্বাহী সমিতির?

Nov 25, 2023 @ 6:42 pm
JU: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ‘নিষিদ্ধ’ ৬ পড়ুয়ার! কেন ‘কড়া’ সিদ্ধান্ত কার্যনির্বাহী সমিতির?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার ‘কড়া’ অবস্থান নিল কর্তৃপক্ষ। প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ৬ জনের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করল কার্যনির্বাহী সমিতি। নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, যতদিন না অভিযুক্তরা আইনের চোখে নির্দোষ প্রমাণিত হবেন, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় চত্বরে তারা প্রবেশ করতে পারবেন না।

জানানো হয়েছে, দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ, আসিফ আফজাল আনসারি, সত্যব্রত সরকার, অঙ্কন সরকার, মহম্মদ আরিফ- এই ৬ জন অভিযুক্ত বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পারবেনা। যদিও ওই তালিকায় অন্যতম অভিযুক্ত সৌরভ চৌধুরীর নাম নেই। বিশ্ববিদ্যালয়ের যুক্তি, যেহেতু সৌরভ বর্তমানে পড়ুয়া নয়, তাই তার নাম তালিকায় নেই।

Related Articles