Sambad Samakal

Medicine Price: এক ধাক্কায় দাম কমল একাধিক বিরল রোগের ওষুধের! কতটা সস্তা হল চিকিৎসা?

Nov 25, 2023 @ 1:23 pm
Medicine Price: এক ধাক্কায় দাম কমল একাধিক বিরল রোগের ওষুধের! কতটা সস্তা হল চিকিৎসা?

ভারতে এক ধাক্কায় দাম কমল একাধিক বিরল রোগের ওষুধের! জানা যাচ্ছে, এক বছরের মধ্যে ৪টি বিরল রোগের ওষুধের দাম কয়েক গুণ কমে গেল। এর ফলে অনেকটাই সস্তা হবে চিকিৎসা।

সংবাদসংস্থা সূত্রে খবর, যে রোগগুলি জিনগত ও শিশুদের আক্রান্তদের হার বেশি, সরকারি সাহায্যে সেই সমস্ত ওষুধেরই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন, টাইরোসিনেমিয়া টাইপ ১-এর চিকিৎসায় আগে যেখানে বছরে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয় হত, এখন সেই খরচ কমে হবে আড়াই লক্ষ টাকা। গাউচার রোগের ওষুধ এলিগলাস্ট্যাট ক্যাপসুলের বার্ষিক খরচ ছিল প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এখন তা কমে হচ্ছে ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

অন্যদিকে, ড্রাভেটের জন্য ক্যানাবিডিওল ওরাল সলিউশনের দাম প্রায় ৩৪ লক্ষ টাকা থেকে কমে হল দেড় লক্ষ টাকা। উইলসন’স ডিজিজের চিকিৎসায় ব্যবহৃত ট্রিয়েনটাইন ক্যাপসুলের বার্ষিক খরচ আড়াই কোটি টাকার পরিবর্তে হচ্ছে ২ লক্ষ ২০ হাজার টাকা।

Related Articles