যুবক খুনের ঘটনায় রণক্ষেত্রে চিংড়িহাটা! রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা যাচ্ছে, জগদ্ধাত্রী পুজোয় গান বাজানোকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বচসা হয়। অভিযোগ, শনিবার রাতে বছর ২২-এর সাহেব আলি নামের যুবককে গলায় কাঁচি চালিয়ে খুন করে বিট্টু সরদার নামের এক যুবক।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত বিট্টু সরদার এলাকার এক কুখ্যাত মস্তান। বারবার পুলিশের কাছে অভিযোগ করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। এদিন সকালে অভিযুক্ত যুবককে চিংড়িহাটা মোড়ে ব্যাপক মারধর করে উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় একটি ট্যাক্সি। আটকাতে গিয়ে আক্রান্ত হন এক জন পুলিশকর্মীও। বিধাননগরের পুলিশ কমিশনার আশ্বাস দিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।