Sambad Samakal

LPG Gas: বাড়িতে রান্নার গ্যাস নিতেও লাগবে আঙুলের ছাপ! কী নিয়ম সংস্থার?

Nov 26, 2023 @ 10:36 am
LPG Gas: বাড়িতে রান্নার গ্যাস নিতেও লাগবে আঙুলের ছাপ! কী নিয়ম সংস্থার?

বাড়িতে রান্নার গ্যাস ডেলিভারি নিতেও এখন থেকে লাগবে আঙুলের ছাপ! বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন নিয়ে নয়া নিয়ম জারি করল রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্ডেন।

জানা যাচ্ছে, এবার থেকে বাড়িতে রানার গ্যাস দিতে আসা ডেলিভারিম্যানরা নিজেদের ফোনে গ্রাহকের আঙুলের ছাপ নেবেন। অথবা মুখের ছবি তুলে রাখবেন। ভর্তুকিযুক্ত গ্যাস সরবরাহের ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই এই সিদ্ধান্ত বলে খবর। যদিও ইন্ডেন ছাড়া অন্যান্য গ্যাস বণ্টনকারী সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Related Articles