Sambad Samakal

TMC: জয়নগরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ফিরহাদ, ‘ইনসাফ’ চেয়ে কাঠগড়ায় তুললেন কাদের?

Nov 26, 2023 @ 3:18 pm
TMC: জয়নগরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ফিরহাদ, ‘ইনসাফ’ চেয়ে কাঠগড়ায় তুললেন কাদের?

গত ১৩ নভেম্বর দুষ্কৃতিদের হাতে খুন হয়েছিলেন জয়নগরের বামনাছির তৃণমূল অঞ্চল সভাপতি সৈফুদ্দিন লস্কর। রবিবার নিহত তৃণমূল কর্মীর বাড়িতে উপস্থিত হলেন রাজ্যের পুর-নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মৃত তৃণমূল কর্মীর স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এরসঙ্গেই বামনগাছিতে আয়োজিত সৈফুদ্দিন লস্করের স্মরণসভাতেও যোগ দেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, “আমরা ইনসাফ চাই। যারা প্রকৃত দোষী তাদের খু্ঁজে বের করে শাস্তি দিতে হবে। পুলিশ সেই কাজ করছে। তদন্ত চলাকালীন এই বিষয়ে কোনও মন্তব্য করবনা। এটা উত্তরপ্রদেশ নয়, এনকাউন্টার হয়না। আইনের মাধ্যমে অপরাধীদের শাস্তি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সকলে এই পরিবারের পাশে আছি।”

Related Articles