উত্তরভারতের তিন রাজ্যেই গেরুয়া ঝড়। রবিবার ভোটগণনার সকাল থেকেই মধ্যপ্রদেশ ও রাজস্থানে মূল প্রতিদ্বন্দী কংগ্রেসকে পিছিয়ে ফেলে এগিয়েছিল বিজেপি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ব্যবধান আরও বাড়ে। দুই রাজ্যেই ম্যাজিক ফিগার ছাপিয়ে সরকার গড়া নিশ্চিত করে ফেলে পদ্ম শিবির। অন্যদিকে সকালে ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছিল বিজেপি। তবে বেলা বাড়তেই দেখা যায় হাত শিবিরকে পিছনে ফেলে তরতর করে এগিয়ে যেতে থাকে পদ্ম শিবির। একসময় ছত্তিশগড়ে সরকারে আসাও প্রায় নিশ্চিত করে ফেলে বিজেপি। তবে তেলঙ্গানায় এগিয়ে রয়েছে কংগ্রেস। এখনও পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে তিন রাজ্যে বিজেপি এবং তেলেঙ্গানায় ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস।