ডিসেম্বরের প্রথম সপ্তাহেও শীতের দেখা নেই। উল্টে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা গরম। তবে এর মধ্যেই কিছুটা হলেও স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানাল, সোমবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
রবিবার বিকেলে হওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। এই ক’দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের দিকে তাপমাত্রা বেশি থাকলেও রাতে তাপমাত্রা কমবে।