Sambad Samakal

Modi Mamata: কেন্দ্রীয় বকেয়া আদায়ে মুখোমুখি মোদি-মমতা! কী দাবি সুদীপের?

Dec 6, 2023 @ 12:03 pm
Modi Mamata: কেন্দ্রীয় বকেয়া আদায়ে মুখোমুখি মোদি-মমতা! কী দাবি সুদীপের?

কেন্দ্রীয় বকেয়া আদায়ে এবার মুখোমুখি বসতে চলেছেন মোদি-মমতা! সংসদে কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রী গিরিরাজ সিং এমনই পরামর্শ দিয়েছেন বলে দাবি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।

এদিন সংবাদমাধ্যমের সামনে সুদীপ দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তাঁকে জানিয়েছেন যে, বকেয়া অর্থ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি আলোচনা বসুন। তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।

সুদীপের দাবি, “আমি এটা বুঝলাম, কেন্দ্রীয় মন্ত্রী হয়েও বকেয়া টাকা ছাড়ার ক্ষেত্রে গিরিরাজের কোনও ক্ষমতা নেই। কোথাও দুর্নীতি হয়ে থাকলে, সেই টাকা আটকে রাখা হোক। কিন্তু বাংলার মত এত বড় রাজ্যের সমস্ত বকেয়া আটকে রাখা হবে, এটা ঠিক না। বিজেপি বাংলার ওপর প্রতিহিংসা নিতে একাজ করছে। আমরাও ছাড়ব না।”

Related Articles