২০১৬ সালে নিয়োগ পাওয়া কয়েক হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারীকে নোটিশ পাঠানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। আগামী ৯ জানুয়ারির মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত।
এদিন হাইকোর্টের বিচারপতি বসাকের নির্দেশ, যেহেতু ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা চলছে, তাই এই বিষয়ে সকলকে অবগত করা প্রয়োজন। কারণ এই মামলার ভবিষ্যতের ওপরে অনেকের ভাগ্য নির্ধারণ করছে।