ফের দূরপাল্লার ট্রেনে আগুন আতঙ্ক! বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ কটক স্টেশনে ভুবনেশ্বর থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসের একটি কোচের নীচ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কিত হয়ে ট্রেন থেকে হুড়োহুড়ি করে নেমে পড়েন যাত্রীরা।
ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দ্রুত কামরার নীচ থেকে বেরোনো কালো ধোঁয়া নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। রেল সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই কালো ধোঁয়া বেরোচ্ছিল। বড়সড় কোনও অগ্নিকাণ্ড ঘটেনি। যদিও এর জেরে দীর্ঘক্ষণ কটক স্টেশনে দাঁড়িয়ে থাকে জনশতাব্দী এক্সপ্রেস। ফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা।