শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকলেও, বেলা বাড়লে রোদের তেজ বাড়বে। এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে যাবে তাপমাত্রার পারদ। রাত ও ভোরের দিকে কনকনে ঠান্ডার আমেজ অনুভূত হবে। আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতির খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৮ শতাংশ।