আপাতত পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখান থেকে ফিরেই দিল্লি সফরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা। রাজধানী শহরে আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের। তিন রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর সঙ্গত কারণেই ইন্ডিয়া জোটের এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। মূলত সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি যাবেন তৃণমূল সুপ্রিমো। তবে সূত্রের খবর, ওই সফরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। সেই কারণেই আগামী ১৮, ১৯ বা ২০ তারিখের কোনো একদিন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তাঁর দফতরে আবেদন জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর তরফে। তবে এবিষয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও কোনো উত্তর আসেনি বলে নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বাংলার বঞ্চনা নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
editor