Sambad Samakal

Weather: পরিষ্কার আকাশ, শীতের আমেজ বঙ্গে, কতটা নামবে তাপমাত্রার পারদ?

Dec 10, 2023 @ 9:33 am
Weather: পরিষ্কার আকাশ, শীতের আমেজ বঙ্গে, কতটা নামবে তাপমাত্রার পারদ?

রবিবার সকাল থেকেই পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাতেই শীতের আমেজ অনুভূত হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতে জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। আবহবিদদের মতে, সামনের সপ্তাহ থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে শহর কলকাতাতেও। ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। এই মুহূর্তে ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৭ শতাংশ।

Related Articles