গুটখার বিজ্ঞাপনে প্রতিদিনই টিভির পর্দায় নিয়ম করে দেখা যায়, বলিউড স্টার শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণকে। এবার এলাহাবাদ হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে এই তিন জনকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় সরকার।
কেন গুটখার মত ক্ষতিকারক পণ্যের বিজ্ঞাপন করলেন, সেই সম্পর্কেই জানতে চাওয়া হয়েছে শাহরুখ-অক্ষয়-অজয়ের কাছে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে এলাহাবাদ হাইকোর্টে দাবি করা হয়েছে, এই একই বিষয়ে সুপ্রিমকোর্টেও একটি মামলা রুজু রয়েছে। তাই আপাতত মামলাটি খারিজ করা হোক।