অতিক্রান্ত হাজার দিন। রাজপথে বসেই নিজেদের হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। সোমবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মধ্যস্ততায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।
জানা যাচ্ছে, এদিন দুপুরের বৈঠকে চাকরিপ্রার্থীদের সঙ্গেই উপস্থিত থাকবেন কুণাল ঘোষও। চাকরিপ্রার্থীদের আশা, এদিনের বৈঠক থেকে নিয়োগ সম্পর্কে সদর্থক বার্তা দিতে পারেন শিক্ষামন্ত্রী। এখন শেষপর্যন্ত বৈঠকে কী হয়, সেই দিকেই নজর রয়েছে সকলের।