নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউ’তে রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানা যাচ্ছে, বুধবার তাঁর কাঁধের অস্ত্রোপচার হবে।
এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের শারীরিক পরিস্থিতি। হাসপাতালে থাকাকালীনই প্রচন্ড কাঁপুনি দিয়ে শ্বাসকষ্ট শুরু হয় মদনের। তড়িঘড়ি আইসিইউ-তে নিয়ে এসে পরিস্থিতি সামাল দেন চিকিৎসকরা। সেই সময়েই কাঁধের হাড় ভাঙে মদনের।