Sambad Samakal

Madan Mitra: মধ্যরাতে তীব্র খিঁচুনি! খুলল কাঁধের প্লাস্টার! কেমন আছেন মদন?

Dec 15, 2023 @ 2:02 pm
Madan Mitra: মধ্যরাতে তীব্র খিঁচুনি! খুলল কাঁধের প্লাস্টার! কেমন আছেন মদন?

নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানা যাচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে আইসিইউতে থাকাকালীনই আচমকা তীব্র খিঁচুনি অনুভূত হয় মদনের শরীরে। এমনকী খুলে যায় কাঁধের প্লাস্টারও। তবে চিকিৎসকদের তৎপরতায় আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর থেকে হাসপাতালে রয়েঢ়েন মদন মিত্র। বুধবারই তাঁর কাঁধের ভাঙা হাড় জোড়া দিতে অস্ত্রোপচার হয়েছিল। আর তারপরেই এই বিপত্তি। তীব্র খিঁচুনির ফলে প্লাস্টার খুলে যাওয়ায় কাঁধের হাড়ের কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

Related Articles