বারুইপুরে পিটিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে! জানা যাচ্ছে, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ বলবন এলাকার বাসিন্দা, তৃণমূল কর্মী সইদুল আলি শেখ’কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। এরপরে তাঁকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বাম ও বিজেপি যৌথভাবে এই খুন সংগঠিত করেছে। এলাকায় অসামাজিক কাজের বিরোধিতা করাতেই এই আক্রমণ বলে দাবি। ইতিমধ্যেই বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে ১২ জনে গ্রেফতার করা হয়েছে।