Sambad Samakal

ED: জ্যোতিপ্রিয়র বন দপ্তরে আচমকা ইডি হানা! কেন?

Dec 19, 2023 @ 2:04 pm
ED: জ্যোতিপ্রিয়র বন দপ্তরে আচমকা ইডি হানা! কেন?

রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার বন বিভাগের সদর দফতর অরণ্য ভবনে হানা দিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

এদিন দুপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে তল্লাশি অভিযান চলছে অরণ্য ভবনে। মনে করা হচ্ছে, রেশন দুর্নীতি সংক্রান্ত তথ্য খুঁজতেই ইডির এই অভিযান।

Related Articles