রাজধানী দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ২৬ রাজনৈতিক দলের প্রতিনিধি। এদিনের বৈঠকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শিবসেনা’র উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, পিডিপি’র মেহবুবা মুফতি সহ সহ ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
রাজনৈতিক মহলের দাবি, এদিনের বৈঠকে চব্বিশের নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের মধ্যে আসন সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলেচনা হতে পারে। একের বিরুদ্ধে এক নীতিতে প্রার্থী দেওয়া নিয়ে ঐক্যমত্যে আসতে পারেন বিরোধী দলের নেতারা। এখন দেখার শেষপর্যন্ত বৈঠকের শেষে কী কী সিদ্ধান্ত ঘোষণা করা হয়।