Sambad Samakal

Tamil Nadu: প্রবল বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ু! মৃত ৩, উদ্ধারে সেনা

Dec 19, 2023 @ 12:44 pm
Tamil Nadu: প্রবল বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ু! মৃত ৩, উদ্ধারে সেনা

গোটা উত্তর ভারত সহ দেশের অধিকাংশ রাজ্য যখন শীতের দাপটে কাঁপছে, ঠিক তখনই প্রবল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণের রাজ্য তামিলনাড়ু! গত কয়েক দিন ধরে একটানা তুমুল বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। যার জেরে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে জনজীবন।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে। নীচু এলাকাগুলোতে আটকে পড়েছেন বহু নাগরিক। উদ্ধারকাজে হাত লাগিয়েছে এনডিআরএফ ও সেনা জওয়ানরা। প্রবল বর্ষণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরিকোরিন, তেনকাশি, কন্যাকুমারী ও তিরুনেলভেলি জেলা। রেল লাইন, জাতীয় সড়ক, চাষের ক্ষেত, সবই জলের তলায় চলে গিয়েছে। গোরা রাজ্যজুড়েই জারি রয়েছে হলুদ সতর্কতা।

Related Articles