Sambad Samakal

TET Exam: কবে হচ্ছে টেট পরীক্ষা? কী নির্দেশ কলকাতা হাইকোর্টের?

Dec 19, 2023 @ 5:19 pm
TET Exam: কবে হচ্ছে টেট পরীক্ষা? কী নির্দেশ কলকাতা হাইকোর্টের?

বদলাচ্ছে না প্রাথনিক টেট পরীক্ষার দিনক্ষণ। আগামী ২৪ ডিসেম্বরই হবে পরীক্ষা, মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ২৪ তারিখ ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী, তাই ওই দিন নির্ধারিত টেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিন সেই মামলা খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, নির্দিষ্ট দিনেই হবে পরীক্ষা। হাইকোর্টের নির্দেশ, রাজ্য পরিবহন দফতরকে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এজন্য আগে থেকেই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে।

Related Articles