এবার আদালতের কাঠগড়ায় সুপার স্পেশ্যালিটি এসএসকেএম হাসপাতাল! বুধবার কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপদ সরকার।
তাঁর দাবি, কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে উঠছে এসএসকেএম। এর ফলে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। অবিলম্বে কালীঘাটের কাকু, জ্যোতিপ্রিয় মল্লিক সহ ধৃতদের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। এরসঙ্গেই কালীঘাটের কাকু’র চিকিৎসা জেকা ইএসআই হাসপাতালে করানোরও দাবি জানানো হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।