Sambad Samakal

Suvendu: আচমকাই নবান্নে উপস্থিত শুভেন্দু অধিকারী! কার সঙ্গে দেখা করবেন?

Dec 20, 2023 @ 12:14 pm
Suvendu: আচমকাই নবান্নে উপস্থিত শুভেন্দু অধিকারী! কার সঙ্গে দেখা করবেন?

বুধবার সকালে আচমকাই রাজ্যর প্রশাসনিক সদর দফতর নবান্নে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে সেই সময়েই শুভেন্দুর নবান্ন অভিযান নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা।

নবান্নে ঠিক কী কর্মসূচী রয়েছে শুভেন্দুর, তা এখনও স্পষ্ট নয়। বিরোধী দলনেতার আচমকা এই সফরে হতচকিত হয়ে যান পুলিশ কর্তারাও। জানা যাচ্ছে, এই মুহূর্তে নবান্নের ভিজিটরস রুমে বসে রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ সহ ২ জন বিধায়কও।

কিছুক্ষণ আগেই প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, নবান্নে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে রয়েছেন শুভেন্দু। যেখানে লেখা রয়েছে, একশো দিন সহ বিভিন্ন প্রকল্পে মোদি সরকার আগের তুলনায় বরাদ্দ অনেকটাই বাড়িয়েছে।

Related Articles