Sambad Samakal

Covid: কলকাতায় কোভিড আক্রান্ত আরও এক !

Dec 22, 2023 @ 2:40 pm
Covid: কলকাতায় কোভিড আক্রান্ত আরও এক !

কলকাতায় তিনজনের কোভিড আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল বৃহস্পতিবারই। শুক্রবার মিলল আরও এক কোভিড আক্রান্তর খোঁজ। জানা গেল, কোভিড আক্রান্ত দক্ষিণ কলকাতার মিডলটন রো এর বাসিন্দা। বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

গত ৩ ডিসেম্বর গুলেনবেরি সিনড্রোম নিয়ে বেলভিউতে ভর্তি হন তিনি। জ্বর না কমায় কোভিড টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। তবে জেনোম সিকোয়েন্সিয়ে স্যাম্পল পরীক্ষার পরই বোঝা যাবে তিনি নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা। সব মিলিয়ে এখনও অবধি পাওয়া তথ্য অনুসারে, রাজ্যে কোভিডে আক্রান্তর সংখ্যা ৮ জন।

Related Articles