দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরই নিয়োগ সংক্রান্ত জট কাটার বিষয়ে আশাবাদী তাঁরা। এদিনের বৈঠকে শিক্ষামন্ত্রী তাঁদের নিয়োগের নিশ্চয়তাই শুধু নয়, সময়সীমাও জানিয়ে দিয়েছেন বলে জানালেন চাকরিপ্রার্থীরা। সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর ভূমিকায় আপাতত তাঁরা খুশি বলেও জানিয়েছেন। এখন প্রতিশ্রুতি পূরণের অপেক্ষা।
চাকরিপ্রার্থীরা জানান, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগের নিশ্চয়তা তাঁদের কাছে চলে আসবে বলেই আশ্বাস মিলেছে। আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়েই নিয়োগের বন্দোবস্ত করছে রাজ্য সরকার। আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তেমনই নিশ্চয়তা তাঁরা পেয়েছেন।