নিয়োগের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। সোমবার বড়দিনে অবশেষে রাজ্যের আবেদন খারিজ করে আটক ৪ জন চাকরিপ্রার্থীকে জামিন দিল আলিপুর আদালত।
প্রসঙ্গত, এরআগেই ৫৫ জন মহিলা চাকরিপ্রার্থীর জামিনের আবেদন মঞ্জুর হয়েছিল। এদিন আলিপুর আদালতের বিচারক রাজ্যের কাছে চাকরিপ্রার্থীদের গ্রেফতার করে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন। রাজ্যের তরফে কোনও সন্তোষজনক উত্তর না দেওয়ায়, শেষপর্যন্ত জামিন মঞ্জুর হয়ে যায়।