Sambad Samakal

BJP: কলকাতায় শাহ-নাড্ডা, লোকসভায় কী স্ট্র্যাটেজি? ভোকাল টনিকে চাঙ্গা হবে বঙ্গ বিজেপি?

Dec 26, 2023 @ 10:58 am
BJP: কলকাতায় শাহ-নাড্ডা, লোকসভায় কী স্ট্র্যাটেজি? ভোকাল টনিকে চাঙ্গা হবে বঙ্গ বিজেপি?

সোমবার গভীর রাতেই শহর কলকাতায় চলে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার দিনভর একাধিক সাংগঠনিক কর্মসূচী রয়েছে তাঁদের। ন্যাশানাল লাইব্রেরিতে দলীয় সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসবেন শাহ-নাড্ডা। সেখানেই লোকসভা ভোটে বঙ্গ বিজেপির লড়াইয়ের স্ট্র্যাটেজি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে খবর।

এদিন বৈঠকে বিভিন্ন লোকসভা আসন ধরে ধরে সাংগঠনিক পরিস্থিতির পর্যালোচনা হবে বলে জানা যাচ্ছে। সমস্ত জেলা সভাপতিদের লিখিত রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালের নির্বাচনে বঙ্গে ১৮টি আসন জিতেছিল গেরুয়া শিবির। তবে তারপরেই বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিল তাদের। এবার টার্গেট কত হবে? এদিন তাও বেঁধে দিতে পারেন শাহ-নাড্ডা। এখন দেখার কেন্দ্রীয় নেতৃত্বের ভোকাল টনিকে আদৌ বঙ্গ বিজেপি চাঙ্গা হয় কিনা।

Related Articles