Sambad Samakal

Mithun Chakrabarty: শহরে শাহ-নাড্ডা, তবু কেন কোর কমিটির বৈঠকে নেই ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী?

Dec 26, 2023 @ 2:43 pm
Mithun Chakrabarty: শহরে শাহ-নাড্ডা, তবু কেন কোর কমিটির বৈঠকে নেই ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী?

লোকসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করতে শহর কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ন্যাশানাল লাইব্রেরিতে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের মুখোমুখি হয়েছেন তাঁরা। তবে সেই বৈঠকেই অনুপস্থিত ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।

বিজেপি সূত্রে খবর, এদিনের বৈঠকের জন্য আগে থেকেই জানানো হয়েছিল মিঠুনকে। তবে বৈঠকে উপস্থিত হওয়া বা অনুপস্থিত থাকা, কোনও বিষয়েই তিনি আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, রাজ্য বিজেপির সঙ্গে মিঠুন চক্রবর্তীর সম্পর্ক বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। ফলে এদিনের বৈঠকে উপস্থিত থাকার জন্য তাঁকে খুব একটা অনুরোধও জানাননি নেতারা।

Related Articles