মঙ্গলবার সকাল থেকে বিঘ্নিত আসানসোল-হাওড়া লাইনের ট্রেন চলাচল। জানা যাচ্ছে, এদিন সকালে রেল লাইনের ওপরে ছিঁড়ে পড়ে ওভারহেড তার সহ বিদ্যুতেট খুঁটি। যার জেরে হাওড়ামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ। দ্রুত গতিতে ওভারহেড তার মেরামতির কাজ চালাচ্ছেন রেলকর্মীরা। ধীর গতিতে পৃথক লাইন দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল।
রেল সূত্রে খবর, ওই লাইনে মালগাড়ি যাওয়ার সময়েই সম্ভবত এই অঘটন ঘটেছে। খোলা দরজার সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতের খুঁটি সহ তার হেলে যায়। বিকানের-হাওড়া এক্সপ্রেসের চালক পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ব্রেক কষে ট্রেন থামান। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে রেল চলাচল বিঘ্নিত হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।