নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে এমনটাই জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এছাড়াও আদালতকে ইডি রিপোর্ট দিয়ে জানিয়েছে, আরও আটটি সম্পত্তির হদিশ মিলেছে। সেগুলিও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি এই মামলার সূত্র ধরে যাঁদের নাম সামনে এসেছে, তাঁদের একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দাবি করেছে ইডি।
editor